ক্যানভাস রিপোর্ট:
প্রতি বছর ২০ অক্টোবর বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক শেফ দিবস’ পালিত হয়। শেফদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানাতে প্রতিদিন এই বিশেষ দিনটি পালিত হয়। এবারের থিম ছিল ‘স্বাস্থ্যকর ভবিষ্যৎ বৃদ্ধি’।
হোটেল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০ অক্টোবর ঢাকার বনানীতে অবস্থিত হোটেল সারিনার ইতালিয়ান রেস্তোরাঁ রিসোটোতে শেফ সম্প্রদায়ের প্রতি অনন্য শ্রদ্ধা প্রদর্শনের জন্যে বাংলাদেশের সবচেয়ে বড় পিৎজা তৈরি করে। সারিনা হোটেল-এর শেফরা একটি ৪২ ইঞ্চি পিৎজা তৈরি করে অতিথিদের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে হোটেল সারিনার ইন হাউস শেফ ছাড়াও ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব মাস্টার শেফের নির্বাহী সদস্য সাহিদা ইয়াসমিন, বাংলাদেশ চ্যাপ্টার এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব মাস্টার শেফ, শ্রীলঙ্কা চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব মাস্টার শেফের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হোটেল সারিনার শেফরা।