বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার রোবট। তার ওপর আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এ দুই মিলে অনেকে ধারণা করছে, একটা সময় হয়তো রোবটের হাতেই চলে যাবে বেশির ভাগ ক্ষমতা। বহুসংখ্যক মানুষের কাজ করে দেবে হয়তো একটিমাত্র রোবট।
ধীরে ধীরে মানুষের সকল গুণাবলি ঠাঁই পাচ্ছে রোবটের ভেতর। রোবট এখন মানুষের মতো দুই পায়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, দৌড়াতেও পারে। তবে বিস্ময়কর তথ্য হচ্ছে, রোবট এখন লাফাতেও পারে।
সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স মানুষের মতো দুপেয়ে রোবট তৈরি করেছে। সবাইকে অবাক করে দিয়ে রোবটটি দৌড়ে বেড়াচ্ছে। শুধু কি তাই! প্রতিবন্ধকতা এলে তা লাফ দিয়ে পারও হয়ে যাচ্ছে রোবটটি।
অ্যাটলাস নামের ওই রোবটের একটি ভিডিও প্রকাশ করেছে নির্মাতাপ্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স। সেটি দেখে অনেকেই হালের রোবটের ভবিষ্যৎ উন্নতি কল্পনা করতে পারছেন। ভবিষ্যতে হয়তো এমন রোবট নির্মাণ হবে, যা মানুষকে টেক্কা দেবে সব বিষয়েই!
বোস্টন ডায়নামিক্স জানিয়েছে, তারা আরও কিছু রোবট নিয়ে কাজ করছে। রোবটগুলো অতিথি এলে দরজা খুলে দেওয়া ছাড়াও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে।