রাজধানীর সিক্স সিজনস হোটেলের রুফটপে অবস্থিত স্কাইপুল রেস্টুরেন্টে ‘টেস্ট অব দ্য ওয়ার্ল্ড: স্কাইপুল এডিশন’ স্পেশাল বুফে চলবে ১৯ জুলাই ২০২৫ পর্যন্ত। এই ক্যাম্পেইনের বিশেষত্ব হলো, অন্যান্য মাসে যেমন মাসজুড়ে যেকোনো একটি দেশের স্পেশাল খাবার পরিবেশন করা হয়; কিন্তু এক্ষেত্রে একটু ভিন্নভাবে ১৪টিরও বেশি কুইজিন নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, ‘গত কয়েক বছরে আমাদের সবারই ঘরের বাইরে খাবার খাওয়ার অভ্যাস বদলেছে; বদলেছে বাইরে খেতে যাওয়ার কারণ, বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন খাবার চেখে দেখার ইচ্ছা। এসব তো আছেই; তবে সব চেয়ে আশ্চর্যজনক হলো ফিউশন, এক্সপেরিমেন্ট এবং খাবারকে মানুষের সামনে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপনের ধরন আরও বদলেছে। তাই এই ক্যাম্পেইনের হাজিরা।’
আরও জানা যায়, এই বুফেতে যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, দক্ষিণ-পূর্ব এশিয়া, ফ্রান্স, মধ্যপ্রাচ্য, মেক্সিকো, ইতালি প্রভৃতি অঞ্চলের খাবারের পসরা রয়েছে। আইটেম সংখ্যা ৬০-এর অধিক। সঙ্গে থাকছে লাঞ্চের আগে কিংবা পরে কমপ্লিমেন্টারি সুইমিংপুল একসেস, শিশুদের জন্য মজার কালারিং আর্ট অ্যাকটিভিটি, লাইভ ক্যান্ডি ফ্লস, সফট সার্ভিং আইস্ক্রিম। লাঞ্চ-ডিনার দুটোই প্রতিদিন থাকছে; তবে প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার ডিনারে রয়েছে লাইভ মিউজিক এবং ওপেন মাইক।
অফারটি পরিবার ও বন্ধুদের নিয়ে একসঙ্গে উপভোগ করার জন্য নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য রয়েছে দারুণ সুযোগ– একটি কিনলে তিনটি ফ্রি অফার। লাঞ্চের সময় দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা; ডিনারের সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা।
সিক্স সিজনস হোটেলের ঠিকানা– হাউস ১৯, রোড ৯৬, গুলশান ২, ঢাকা। রিজার্ভেশন ও আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন– https://www.instagram.com/sixseasonshotelbd।
ক্যাম্পেইন চলাকালে, অর্থাৎ ১৯ জুলাইয়ের মধ্যে অন্তত দুবার ডাইন-ইন করলেই অ্যান্ট্রি হয়ে যাবে র্যাফেল ড্রতে। ভাগ্যবান ভোক্তা পেয়ে যেতে পারেন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান টিকিট।
- ক্যানভাস অনলাইন
ছবি: সিক্স সিজনস হোটেল-এর সৌজন্যে

