সৌন্দর্যে সচেতনতা বাড়ছে সৌদি নারীদের। নেকাবের আড়ালে মেকআপের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে তারা। সম্প্রতি সৌদি আরবে ধর্মীয় ও সামাজিক রীতির কঠোরতা কমেছে। সংস্কার ঝেড়ে তাই সৌদি নারীরা নিজেদের সৌন্দর্যচর্চায় বেশ আগ্রহী হয়ে উঠেছে । রোববার যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইউরোমনিটর ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালে সৌদি নারীরা রূপচর্চার পেছনে খরচ করেছে ৫৮ কোটি ডলার।এই বছরের শেষ নাগাদ তা আরও বাড়বে।সৌদি নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ফলে সৌন্দর্যচর্চার পণ্য কেনায় তাদের উৎসাহ বেড়েছে।
এছাড়া ফেসবুক, ইউটিউব এসব আগ্রহের পেছনে প্রভাব ফেলছে। তারা বিভিন্ন রেসিপি, ত্বকযত্নের টিপস ইউটিউবে পোষ্ট করছে। দেশটিতে ক্রমেই বেড়ে চলেছে এমন নারীদের সংখ্যা।মার্কিন গায়িকা রিহানার মেকআপ স্টাইল বর্তমানে সৌদি নারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।এই গায়িকার ফ্যাশন আর হেয়ারস্টাইলও অনুকরণ করছে তারা।