বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যমুনা ফিউচার পার্কে ২১ এপ্রিল শনিবার উদ্বোধন করা হয় জ্যোতি শাড়ির নতুন আউটলেট। শপিং মলটির লেভেল ২, ব্লক সিতে ১২তম এই আউটলেটের উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জ্যোতির চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন এবং এমডি সারোয়ার হোসেন। উদ্বোধন শেষে তারা শোরুমটি ঘুরে দেখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া, তানজিন তিশা, টয়া, সালমান মুক্তাদির, তামিম মৃধা, রাবা খান প্রমুখ। অনুষ্ঠানের শেষ অংশে র্যাম্প শোর আয়োজন করা হয়। এ সম্পর্কে জ্যোতি শাড়ির ডিরেক্টর তালহা জুবায়ের লোকমান বলেন, ‘এটি জ্যোতির সবচেয়ে বড় আউটলেট। প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে এটি সাজানো হয়েছে। শুধু শাড়ি বা সালোয়ার-কামিজ নয়, এই শাখায় নতুন যুক্ত হয়েছে জুয়েলারি, ব্যাগ ও ছেলেদের পাঞ্জাবি।
Related Projects