গত ১ অক্টোবর, ২০২১ তারিখে ইন্টারন্যাশনাল কফি ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় ড্যান কেক প্রেজেন্টস কফি কার্নিভাল ঢাকা পাওয়ার্ড বাই নেসক্যাফে। কার্নিভালটির আয়োজন করে ব্র্যান্ডমিথ কমিউনিকেশান্স। কার্নিভালের রেডিও পার্টনার হিসেবে ছিল এবিসি রেডিও, ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল শোকেস ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে ছিল বিবিএমএফসি এবং ওয়্যারড্রোব পার্টনার হিসেবে ছিল ফিয়েরো।
পুরো ভেন্যু জুড়েই কফি নিয়ে নানান মজার মজার তথ্য ছাড়াও ছিল অনুষ্ঠানের ব্র্যান্ডিং। প্রোগ্রামের শুরুর আগে থেকেই ভেন্যুতে ভীড় জমানো শুরু করে দর্শকেরা। বিকাল ৩টায় কার্নিভালের গেট খুলে দেওয়া হলে নিমিষেই হলে প্রবেশ করে সকল দর্শকেরা। ব্র্যান্ডমিথ কমিউনিকেশান্স শুধুমাত্র দর্শকদের জন্য কনসার্টের আয়োজনই করেনি বরং আয়োজন করেছিল কফি এবং গান দুটির মিলনমেলার। সেই ধারাবাহিকতায় কার্নিভালের মধ্যে দেশের প্রথম শ্রেণীর কফি শপ ছাড়াও ছিল লাইফস্টাইল শপ এবং আইসক্রিম পার্লার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীল হুরেরজাহান। কার্নিভালের পারফর্মেন্স শুরু হয় ‘এনকোর’ ব্যান্ড দিয়ে এরপর পর্যায়ক্রমে আরেকটি রক ব্যান্ড, স্যাভেজারি, এভোয়েডরাফা, নেমিসিস, শিরোনামহীন এবং আর্টসেল তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। কনসার্টের পাশাপাশি সেলিব্রিটি টক শো ‘কফি ডেয়ার’ -এর আয়োজন করে আয়োজকেরা। প্রোগ্রামের মাঝে ব্র্যান্ডমিথ-এর সিইও রাকিবুল আজম এবং ব্র্যান্ডমিথ কমিউনিকেশান্স-এর শেখ মাহদি হাসান, ড্যান কেক এবং নেসক্যাফের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের সম্বন্ধে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
করোনা চলাকালীন প্রায় ২ বছর বাংলাদেশে কোনো কার্নিভাল কিংবা কনসার্ট আয়োজন করা হয়নি। এই সমস্যা কাটিয়ে উঠে ব্র্যান্ডমিথ কমিউনিকেশান্স, ড্যান কেক এবং নেসক্যাফে যেভাবে ব্যান্ডদের সঙ্গে তাদের অডিয়েন্সদের এক সঙ্গে আবার মেতে ওঠার সুযোগ করে দিয়েছে এই জন্য প্রতিটি ব্যান্ডই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়া কার্নিভালটি শেষ হয় রাত ১১টায়।