ক্যানভাস ডেস্ক
বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিবিউট কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ই মে, ২০২৩ “রক এন্ড রিদম ৩.০, ট্রিবিউট ফিয়েস্তা” শিরোনামে, যা আয়োজিত হচ্ছে এডভেন্টর কমিউনিকেশন্স এর উদ্যোগে। এই কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠবে বাংলার তরুনসমাজ। এই কনসার্টে বাংলাদেশের সেরা ব্যান্ডদলগুলো ইন্টারন্যাশনাল ব্যান্ডদলগুলোর গান কভার করবে, পাশাপাশি নিজেদের গানও পরিবেশন করবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ”রক এন্ড রিদম ৩.০” একটি অন্যরকম মিউজিক ইভেন্ট সংগীতের শক্তিতে সবাই একত্রিত হবে। এই কনসার্টে দেশীয় ব্যান্ডগুলি ইন্টারন্যাশনাল ব্যান্ড গানগুলো কভার করবে। এই কনসার্টের মূল আকর্ষণ “আর্টসেল।” এই ইভেন্টে এছাড়াও লাইভ পারফর্ম করবেন দেশের স্বনামধন্য ব্যান্ডদল নেমেসিস, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, ইনডালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আওনিক বন্ড, ইকোজ এবং উন্মাদ। দর্শকেরা প্রবল আগ্রহে অপেক্ষায় আছে এই কনসার্টে যোগ দেওয়ার লক্ষ্যে।
ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪, যেখানে থাকবে অসাধারণ সাউন্ড সিস্টেম এবং লাইটিং সিস্টেম।
কন্সার্টটির টিকিট সংগ্রহ করতে পারেন www.tickify.live ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করা যেতে পয়ারে এডভেন্টর কমিউনিকেশন্স এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।