হাজারের বেশি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের কৃতিত্ব আছে অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে। ‘হাওয়া ঘর’ নামের নাটক পরিচালনার মাধ্যমে ছোট পর্দায় পথচলা শুরু তাঁর। বড় পর্দায় খ্যাতি পেয়েছেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নির্মাণ করে। ক্যামেরার পেছনের এই মানুষটির বাবার বাড়ি কিশোরগঞ্জ। তবে জন্মগ্রহণ করেন নানুবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আজ ১ অক্টোবর, তাঁর জন্মদিন। টিম ক্যানভাস তাঁকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা।
Related Projects
এশিয়ান মডেল ফেস্টিভ্যালে চলছে মডেল হান্ট
- May 23, 2024
ইতোমধ্যে মডেলিং ও ফ্যাশন প্রতিষ্ঠান 'আজরা মাহমুদ গ্রুমিং অ্যান্ড কোরিওগ্রাফি' এবং 'ক্রসওয়ার্ক কমিউনিকেশনস'-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বাছাইয়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ২৫ মে ২০২৪ পর্যন্ত