এই যান্ত্রিক শহরে শিশুদের সৃষ্টিশীলতা তুলে ধরার জায়গা নেই বললেই চলে। তাই বিজয়ের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ফ্রেশ টিস্যু।যেখানে শিশু, অভিভাবক, শিল্পী, বিচারকসহ হাজারের বেশি মানুষের উপস্থিতি ছিল উৎসবে।
ফ্রেশ টিস্যু পটুয়ার উৎসবে শিশুরা তিনটি শাখায় ভাগ হয়ে ছবি আঁকেন। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক গ্রুপ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত খ গ্রুপ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা গ গ্রুপে ভাগ হয়ে ছবি আঁকে।
প্রতিযোগিতা শেষে প্রতিটি শাখায় তিনজন করে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের ছবি দিয়ে তৈরি হবে ফ্রেশ টিস্যু বাক্সের নকশা।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী জামাল আহমেদ, নাজরি খান, আসমিতা আলম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। চিত্রাঙ্কনের এই উৎসবে আরও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।