আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ঢাকা রিজেন্সী হোটেল ও রিসোর্ট বিজয় দিবস উপলক্ষে এই সপ্তাহে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। বার্ষিক অনুষ্ঠান “ঢাকা রিজেন্সী শিশু বিজয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা” এই নিয়ে চতুর্থ বারের মতো আয়োজিত হয়। প্রতিযোগীতায় এবার ০৫ থেকে ১২ বছর বয়সের ১৫০ জন শিশু দুটো বিভাগে অংশগ্রহণ করে। সকল অংশগ্রহণকারীরা তাদের বয়স নির্বিশেষে বিস্ময়কর প্রতিভার সাথে চিত্র অঙ্কনের মাধ্যমে প্রদর্শন করে যে, বিজয় দিবস তাদের জন্য কী মর্ম রাখে ।
এবারের অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল আর এফ এল রেইনবো পেইন্টস্। বয়স ০৫-০৮ বছর ও ০৯-১২ বছর দুটো বিভাগেই তিনজন করে বিজয়ী ঘোষণা করা হয়, যেখানে বিচারক ছিলেন ঢাকা রিজেন্সীর পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফ আই এইচ, কার্যপরিচালক আশেকুর রাসুল ও বিপণন যোগাযোগ পরিচালক জাইরীন সুলতানা লুপা এবং প্রাণ আর এফ এল-এর ভিজ্যুয়াল আর্টিস্ট পার্থ প্রতিন কুণ্ঠ। সকল প্রতিযোগীদের টাইটেল স্পনসর আরএফএল রেইনবো পেইন্টস্, ক্রিয়েটিভ পার্টনার ফেবর ক্যাস্টেল, ব্রেক-টাইম পার্টনার বম্বে সুইটস্, আইস-ক্রীম পার্টনার ঈগলু, ও বেভারেজ পার্টনার কোকা-কোলা থেকে পুরস্কৃত করা হয় ।