সেন্টমার্টিন সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কেওক্রাডং বাংলাদেশ ও কোকাকোলা বাংলাদেশ।এটি তাদের নবম অভিযান। এবারের পরিচ্ছন্নতা অভিযানে ৫৫০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন। তারা নানা শ্রেণি-পেশার। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে প্রায় ১,০০০ কিলোগ্রাম আবর্জনা সংগ্রহ করা হয়েছে। বিশ্বব্যাপী পার্টনারশিপের অংশ হিসেবে বাংলাদেশে ‘ওশান কনজারভেন্সি’র কান্ট্রি কো-অর্ডিনেটর কেওক্রাডং বাংলাদেশের সঙ্গে ৮ বছর ধরে যৌথভাবে এ পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কোকাকোলা বাংলাদেশ।
দু’দিন ব্যাপী চলেছে এই কার্যক্রম। প্রথমদিনে স্বেচ্ছাসেবীরা ছোট ছোট দলে ভাগ হয়ে আবর্জনা সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করেছে। স্বেচ্ছাসেবীদের লক্ষ্য ছিল অপচনশীল আবর্জনা সংগ্রহ করা। যার মধ্যে রয়েছে সিগারেটের ফিল্টার, চিপসের প্যাকেট, প্লাস্টিক ইত্যাদি। সংগৃহীত আবর্জনাগুলোর তথ্য ওশান কনজারভেন্সির ট্র্যাশ ডাটাবেসে আপলোড করা হয়েছে।