রসাল ফল আম খেতে কে না পছন্দ করে। আম আমরা খেলেও এ দিয়ে যে ত্বকের যত্ন নেয়া যায় তা অনেকেই জানি না।
ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিনসমৃদ্ধ আম ব্যবহার ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা।
উজ্জ্বলতা বাড়াতে কীভাবে ব্যবহার করবেন
২ চা চামচ গমের আটার সঙ্গে ১ চা চামচ মধু ও পরিমাণমতো পাকা আম মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
ত্বকের রোদে পোড়া দাগ তুলতে
১ টেবিল চামচ আমের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ বেসন, ২ চা চামচ আমন্ড গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
ব্রণ দূর করতে
ত্বকের অতিরিক্ত তেল ও ব্রণ মুক্ত করতে ব্যবহার করতে পারেন পাকা আমের ফেস প্যাক। ২ টেবিল চামচ টকদই ও ২ চা চামচ মধুর সঙ্গে আমের পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।