ঢাকার গ্যালারি চিত্রকে চলছে চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর আঁকা বিভিন্ন মাধ্যমের তিন শতাধিক শিল্পকর্ম। ১৬ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী।
বিশ্বব্যাপী সাম্প্রতিক বিচ্ছিন্নতা, মহামারি, সংকট সময় এবং মানুষের অপরিসীম অন্তর্নিহিত শক্তিকে শিল্পী বিপাশা হায়াত চিহ্নিত করেছেন ‘প্রস্তরকাল’ হিসেবে। তিনি জানিয়েছেন ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত আঁকা শিল্পকর্মগুলো রাখা হয়েছে প্রদর্শনীতে।
বিপাশা হায়াত ১৯৯৮ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ পাস করেন। চারুকলার সেই সময়ের বিষয়ে বিপাশা বলেন, ‘চারুকলায় ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলাম। এই সময়ের চারুকলার কথা আমি খুব একটা জানি না। সবাই বলে, আমাদের সময়টায় খুবই ভালো ছিল। আমি তো বলব, আমাদের সময়ে শিক্ষকদের চমৎকার পেয়েছি। ছাত্রদের মধ্যে পারস্পরিক সম্মান ছিল। সহযোগিতা, সহমর্মিতা সব মিলিয়ে আমার মনে হয় অসাধারণ। আমি আজ যা কিছু, এই গড়ে ওঠার পেছনে চারুকলা ও থিয়েটার।’
‘প্রস্তরকাল’ প্রদর্শনীটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।