বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ষষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮। আজ মেলার তৃতীয় দিন। ২৫টি জেলার ২৯২টি স্টল নিয়ে এ মেলার আয়োজন। চলবে ৮ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা। ২৯২টি স্টলের মধ্যে ফ্যাশন হাউসের স্টল ১৫০টি। অবশিষ্ট স্টলগুলোর মধ্যে আছে হ্যান্ড পেইন্ট, বিভিন্ন রকমের আচার, ইলেকট্রনিক সামগ্রী, প্রাকৃতিক আঁশজাত হস্তশিল্প ইত্যাদি। ফ্যাশন হাউস স্টলগুলোর কয়েকটি উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী ভূষিত জয়িতা পুরস্কারপ্রাপ্ত জামালপুরের সিঁড়ি হস্তশিল্প। এখানে হস্তশিল্পে তৈরি সালোয়ার-কামিজ পাওয়া যাবে সর্বনিম্ন ৭০০ থেকে সর্বোচ্চ ১৮০০ টাকা । বেড কভার মিলবে ২৫০০ থেকে ৩৫০০ টাকায়। এ ছাড়া ফ্যাশন হাউসের মধ্যে রয়েছে ১৭ বছরের পুরোনো এবং প্রসিদ্ধ ঢাকার মম’স কালেকশন, প্রজাপতি প্রিন্ট আর গামছা ব্লাউজের পিসের জন্য বিখ্যাত শৈলী। ব্যানার পেইন্ট এবং নকশিকাঁথার জন্য খ্যাত যথাশিল্প, বান্দরবানের ডা চিং চিং এর ফিনারি হ্যান্ড পেইন্ট স্টল। ফিনারিতে হ্যান্ড পেইন্ট বাদেও পয়সার আদলে তৈরি গোল্ড প্লেটের গয়না, ত্রিপুরাদের পুঁতির মালাও মিলবে। এই মেলায় সবচেয়ে আশ্চর্যের পণ্য মিলবে টাঙ্গাইলের প্রাকৃতিক হস্তশিল্প ব্র্যান্ড ব্যুরো ক্র্যাফটে। এই পণ্যগুলো তৈরি হয় কলাগাছ ও আনারসের আঁশ থেকে। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াল মিরর, টিস্যু বক্স, গয়নার বাক্স, নেকলেস সেট, ওয়াল ম্যাট, কলমদানি, জানালার পর্দা, ইনডোর পার্টিশন, টেবিল ম্যাট ইত্যাদি।
Related Projects
পানের সাতটি গুণ
- June 3, 2018
পান বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। শহর থেকে গ্রাম- কোথাও যেন এ খাবারটিকে বিশেষ করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই।