ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ল্যাকস্টের পোলো শার্টে কুমিরের লোগোটি প্রায় সবারই চেনা। সম্প্রতি সাময়িকভাবে এই লোগো সরিয়ে নেয়া হয়েছে। সেখানে স্থান পেয়েছে বিপন্ন প্রজাতির ১০টি প্রাণীর লোগো। ‘সেভ আওয়ার স্পেসিস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে লিমিটেড এডিশনের পোলো শার্টগুলো বাজারে ছাড়া হয় ১ মার্চ। সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় সব। ল্যাকস্ট কর্তৃপক্ষ জানায়, ১৭৭৫টি বিপন্ন প্রজাতির এই প্রাণীর সংখ্যা মেনে তৈরি করা হয় ১৭৭৫টি পোলো শার্ট। এই কালেকশন থেকে অর্জিত অর্থের পুরোটাই তুলে দেয়া হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের তহবিলে। প্রতিষ্ঠানটি প্রকৃতি ও প্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার কাজ করে। ল্যাকস্টের পোলো শার্টে কুমিরের লোগোটির জায়গায় ক্যালিফোর্নিয়া উপসাগরীয় শুশুক, বর্মী কচ্ছপ, সুমাত্রান বাঘ, এনাগাদা গিরগিটি, নর্দান লেমুরসহ আরও পাঁচটি বিপন্নপ্রায় প্রাণীর লোগো স্থান পেয়েছে। ১৯৩৬ সালের পর ল্যাকস্টের পোলো শার্টে কুমিরের লোগোটি এর আগে কখনোই পরিবর্তন করা হয়নি।
Related Projects
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বড়দিন ও নববর্ষের আয়োজন
- December 19, 2021
সামনে খ্রিস্টীয় বড়দিন। ২৫ ডিসেম্বর।…
রিমার্ক পণ্য উৎপাদন প্রক্রিয়ায় ভোক্তা অধিকার ডিজির সন্তোষ
- May 18, 2025
রিমার্ক এলএলসি ইউএসএ'র এফিলিয়েটেড রিমার্ক এইচবি’র ব্র্যান্ড নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ড ইতোমধ্যে সাড়া ফেলেছে

