ইন্টারন্যাশনাল সেলিব্রিটি প্যাজেন্টস গ্রুপ এন্টারপ্রাইজ আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৩’এর শীর্ষ দশে এসেছে এফা তাবাসসুম। মালয়শিয়ার পর্যটনশিল্পের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। বাংলাদেশসহ ২৯ দেশের ৬০ জন প্রতিযোগিতা অংশ নিচ্ছে। এই আসরে বাংলাদেশসহ আরো তিন দেশ ভারত, শ্রীলংকা ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মনোনীত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য মডেল আজরা মাহমুদের প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ’স ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)’। মূল অনুষ্ঠানের মঞ্চের সিদ্ধান্ত সম্পর্কে আজরা বলেন, আমাদের দেশের মেয়ে নুজহাত তাবাসসুম পৌঁছে গিয়েছেন। তিনি সবার কাছে এফা নামে পরিচিত। এছাড়াও খুশির খবর হচ্ছে আমি যে দেশ গুলির কান্ট্রি ডিরেক্টর হিসেবে এবারের আয়োজনের সাথে যুক্ত হয়েছি, তার মধ্যের তিনটি দেশ-ই আছে টপ টেনে। প্রথম স্থান অধিকার করতে না পারার জন্যে কোন আক্ষেপ নেই আমার। অংশগ্রহণেই স্বার্থকতা।‘
Related Projects
মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর মিউজিক ভিডিও প্রকাশ
- May 24, 2022
মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ একজন বাংলাদেশি সুরকার,…
ব্লকবাস্টার সিনেমাসে ভ্যালেন্টাইন ফেস্টের বিজয়ীদের পুরষ্কার বিতরণ
- February 15, 2022
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ব্লকবাস্টার সিনেমাস…