আফগানিস্তানের ভাবমূর্তি পরিবর্তনের কাজে নেমে পড়েছেন আমস্টারডামভিত্তিক ফ্যাশন ডিজাইনার নাভেদ ইলিয়াস৷ নতুন নতুন ডিজাইনের মাধ্যমে নতুন পরিচয় সৃষ্টির প্রয়াস শুরু করেছেন তিনি৷
পাশ্চাত্য পাগড়ি, লম্বা আলখাল্লার মতো আফগান পোশাকে কাউকে দেখলেই তাকে জঙ্গি বলে গণ্য করার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু এই বেশভূষা বাস্তবিক অর্থে সমৃদ্ধ আফগান ঐতিহ্যের একটা অংশ৷ আমস্টারডামে সর্বশেষ ফ্যাশন শো ‘রাইজ ফ্রম দ্য এশেজ’ বা ধ্বংসাবস্থা থেকে পুনরুত্থানে এই পশ্চিমা ধারণা পরিবর্তনের চেষ্টা করেছেন আফগান বংশোদ্ভূত ডাচ নাগরিক নাভেদ ইলিয়াস৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে নিজের ডিজাইনের পোশাক প্রদর্শনী করেছেন তিনি৷ জন্মভূমি এবং সাংস্কৃতিক শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই গড়ে তুলেছেন নিজের কোম্পানি ‘জাজাই’৷
ইলিয়াসের জন্ম ১৯৯৩ সালে৷ তালেবানশাসিত আফগানিস্তানে৷ সোভিয়েত বাহিনী চলে যাওয়ার পর কাবুলের ক্ষমতা দখল নিয়ে দেশটির বিভিন্ন ইসলামি যোদ্ধাদের সংগঠনের মধ্যে তখন চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ৷ সেই ঘটনাপ্রবাহের কিছুটা মনে আছে ইলিয়াসের৷ তাঁর ডিজাইনেও আছে সেই যুদ্ধের প্রভাব৷ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিজস্বতার ওপর ভিত্তি করে তৈরি জাজাইয়ের পোশাকের রং ও প্যাটার্নে আছে আধুনিকতা আর ঐতিহ্যের সংমিশ্রণ৷