skip to Main Content
স্যামসাং নিয়ে এলো এআইনির্ভর পারফরমেন্সের গ্যালাক্সি এস২৫ এফই

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনটি ব্র্যান্ডটির বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ও গ্যালাক্সি এআই ইকোসিস্টেমের নতুন সংযোজন। দুর্দান্ত ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২৫ এফই তুলনামূলক সাশ্রয়ী দামে আরও বেশি ব্যবহারকারীর জন্য প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ব্যবহারীরা যেন অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করেন, এ জন্য গ্যালাক্সি এস২৫ এফই -তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। আর্মার অ্যালুমিনিয়াম ২ ফ্রেমে তৈরি ডিভাইসটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধে সক্ষম। দীর্ঘস্থায়ী ব্যবহার ও নান্দনিক ডিজাইনের চমৎকার সমন্বয় থাকায় ফোনটির ব্যবহারকারীদের কোনো বিষয়েই ছাড় দিতে হবে না, এমনই দাবি স্যামসাংয়ের।

যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য গ্যালাক্সি এস২৫ এফই -তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ৩এক্স অপটিক্যাল জুম টেলিফটো ক্যামেরা। সুপার এইচডিআর ভিডিও মোড ও নাইটোগ্রাফি ফিচার থাকার কারণে স্মার্টফোনটি দিয়ে কম আলোতেও প্রাণবন্ত ছবি তোলা যাবে। পাশাপাশি, এআই এডিটিং, জেনারেটিভ এআই, ফটো অ্যাসিস্টসহ নানা এআই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা চলার পথে বা ব্যস্ততার মধ্যেও চমৎকার সব ছবি তুলতে পারবেন।

এই ফোনে ব্যবহার করা হয়েছে এক্সিনোজ ২৪০০ প্রসেসর, সঙ্গে আছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এ ছাড়াও, রয়েছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং ২.০, ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার। সব মিলিয়ে গ্যালাক্সি এস২৫ এফই মাল্টিটাস্কিং, গেমিং ও এআই ফিচার স্মার্টফোন ব্যবহারে নিশ্চিত করবে অনন্য পারফরমেন্স, দুশ্চিন্তাহীন পাওয়ার ম্যানেজমেন্ট।

উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, ‘ফ্ল্যাগশিপ ফোনের উদ্ভাবনকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে বিশ্বাস করে স্যামসাং। গ্যালাক্সি এস২৫ এফই স্যামসাংয়ের সে লক্ষ্যেরই প্রতিফলন। শক্তিশালী পারফরমেন্স, এআইনির্ভর ফিচার ও আকর্ষণীয় ডিজাইন, সব মিলিয়ে স্মার্টফোনটি পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য তৈরি।’

নেভি ও জেট ব্ল্যাক, এ দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২৫ এফই। আধুনিক নকশা, দীর্ঘস্থায়ী ব্যবহারের প্রতিশ্রুতি ও শক্তিশালী পারফরমেন্স ব্যবহারকারীদের দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা এবং এ সবই থাকছে আরও সাশ্রয়ী মূল্যে। ফোনটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৯৯,৯৯৯ টাকা। তবে প্রমোশনাল ক্যাম্পেইনের সময় ১০,০০০ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে ৮৯,৯৯৯ টাকায়। এ ছাড়া, গ্রাহকেরা আলাদাভাবে ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ এবং দ্বিতীয় বছরের ওয়ারেন্টি প্রিমিয়াম নিতে পারবেন ২,৮০০ টাকায়। ৬ মাসের ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ ক্যাম্পেইন প্রিমিয়াম পাওয়া যাবে ১,৬০০ টাকায়।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: স্যামসাং-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top