skip to Main Content
রাজধানীর সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু

মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) রাজধানীর সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু করা হয়েছে। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগের সুযোগ পাবেন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বােধন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আয়োজন উপলক্ষে আইসিসিএলে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সংগীতশিল্পী, সরকারি কর্মকর্তাসহ আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে সংগীত শিল্পীদের লাইভ মিউজিকের মধ্য দিয়ে আইসিসিএল গোরমের কার্যক্রম চালু হয়। পাশাপাশি, লাইভ মিউজিক উপস্থাপনের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। একই সঙ্গে অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে।

আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। শিগগিরই আইসিসিএলে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। আইসিসিএলের কিচেনেও দেখা মিলবে অত্যাধুনিক সব প্রযুক্তির। দেশ ও দেশের বাইরের দক্ষ শেফরা এখানে একত্রিত হয়েছেন। নির্ভরযোগ্য ও বিশ্বমানের সেবা, সুবিশাল হল, সুবিন্যস্ত পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং দক্ষ ও সহযোগিতাপরায়ণ কর্মীদল আইসিসিএলকে বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে। মুখরোচক খাবারের জন্য এখন শহরের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে এই কনভেনশন সেন্টার।

আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, ‘এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা আর কর্মীদের নিরলস প্রচেষ্টা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ঠিক সেভাবেই এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি আমরা।’

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আইসিসিএল-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top