শনিবার (১১ অক্টোবর ২০২৫), ৭৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন হলিউডের তারকা অভিনেত্রী ও স্টাইল আইকন ডায়ান কিটন। তার পরিবারের পক্ষ থেকে মার্কিন গণমাধ্যম পিপল-এ এ তথ্য নিশ্চিত করা হয়।

১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেনের রোমান্টিক-কমেডি ধারার ফিল্ম ‘অ্যানি হল’-এ নামভূমিকায় অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের মর্যাদা উঁচু স্তরে পাকাপোক্ত করেছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ফ্র্যান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার’ ট্রিলজিতে কে অ্যাডামস চরিত্রে তার অভিনয়ও হলিউড দুনিয়ায় বিশেষ জায়গা করে নিয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রাণোচ্ছল দেহভাষা, সাদাকালো পোশাকে উপস্থিতি, সিগনেচার হ্যাট ও ইউনিক অ্যাকসেসরিজের কল্যাণে একজন স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তার রচিত বই ‘ফ্যাশন ফার্স্ট’-এ রয়েছে এ বিষয়ক খুঁটিনাটি।
- ক্যানভাস অনলাইন
ছবি:ইন্টারনেট

