বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন কক্সবাজারে। সোমবার সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তিন ঘণ্টা অবস্থান করেন। ঢাকায় এসে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করবো ইনস্টাগ্রামে। বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।’ এরপর তিনি ইউএস-বাংলার একটি উড়োজাহাজে কক্সবাজারে যান। সেখান থেকে প্রিয়াঙ্কাকে রয়েল টিউলিপ হোটেলে নিয়ে যাওয়া হয়। তিনি এখানে চার দিন থাকবেন।
দুপুরে সড়কপথে কক্সবাজার থেকে প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফের সামলাপুর রোহিঙ্গা শিবিরে যান। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া ১৯ মে ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রণে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেলের বিয়েতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন।