বারবেরি। বিখ্যাত ব্রিটিশ ফ্যাশন হাউজ। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বেইজ কালারের মাঝে লাল, কালো, সাদার বিভিন্ন চেক ডিজাইন। জুতা, বেল্ট, ব্যাগ, ওয়ালেট, ট্রাভেল ট্রলি- সব প্রডাক্ট রয়েছে বারবেরির ঝুলিতে। এসবই বারবেরি ব্র্যান্ডের ট্রেন্ড। তবে কয়েক বছর ধরে বারবেরি এই ট্রেন্ড থেকে সরে এসেছে। ব্র্যান্ডটি চেকের পাশাপাশি চেকবিহীন কিছু প্রডাক্ট ডিজাইন করছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বারবেরি এখন প্রাধান্য দিচ্ছে বেল্ট ব্যাগের ওপর। এটি বিশেষ করে অফিস ব্যাগ হিসেবে বেশি জনপ্রিয়তা পায়। যারা চেক বাদ দিতে চায়, তাদের জন্য বারবেরির নতুন এই ট্রেন্ডের খবর সুখবরই বটে।
চেকহীন এই নতুন ব্যাগগুলো আকারে বড় এবং ভেতরে অনেক জায়গা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাগগুলো আরামদায়কভাবে বহন করা যায়। কেবল অফিস নয়, কলেজ, ভার্সিটি, মিটিং কিংবা গেট টুগেদার পার্টিতেও অনায়াসে উপযোগী। ব্যাগ ছাড়াও পার্স, জুতা, স্যান্ডেল, ড্রেস, কোটসহ অনেক কিছুই এখন পাওয়া যাবে চেকবিহীন। ছোট, মাঝারি বিভিন্ন আকারের ব্যাগ পাওয়া যাবে। দামেও ভিন্নতা রয়েছে। ছোট আকারের চেকহীন বেল্ট ব্যাগ মিলবে ১ হাজার ৯৯০ ডলারে। বড় আকারের ব্যাগের দাম পড়বে ২ হাজার ২৯০ ডলার।