ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঈদ উদযাপনের প্রস্তুতি। রঙ বাংলাদেশ এবারও সাজিয়েছে ঈদ সংগ্রহ। প্রতিবারের মতো থিমনির্ভর কালেকশন তৈরি করেছে ফ্যাশন হাউজটি। জ্যামিতিক, ইসলামিক নকশা ও ফুল- এই তিনটি থিমেই সাজানো হয়েছে ঈদ কালেকশন। সারফেস অর্নামেন্টেশনে মোটিফ ও নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিন্যাসের সৌকর্য। এবারের ঈদ কালেকশনেও থাকছে পাঞ্জাবি, শার্ট, সালোয়ার-কামিজ-দোপাট্টাসহ শাড়ির পাশাপাশি বাচ্চাদের পোশাক। সঙ্গে জুয়েলারি ও উপহারসামগ্রী। শাড়ির ক্ষেত্রেও ইসলামিক, ফ্লোরাল, জিওম্যাট্রিক মোটিফ প্রাধান্য পেয়েছে। কালেকশনে সমানভাবে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। পোশাকগুলো তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। তাঁতে বোনা সুতি কাপড়, লিনেন, মসলিন, সিল্ক, হাফসিল্ক, এন্ডি সিল্ক, এন্ডি কটন, ভয়েল ব্যবহার করা হয়েছে। রঙ বাংলাদেশ এবার মূল রঙ হিসেবে বেছে নিয়েছে অফ হোয়াইট, বিস্কিট, ম্যাজেন্টা, ফিরোজা, নীল, কালো, অলিভ, বেগুনি, গোলাপি ও খয়েরি। নকশার প্রয়োজনে ক্রিম, লাল, মেরুন, গোল্ডেন, হলুদ, কমলা, সবুজ, কাঁচা হলুদ, অ্যাশ, টিয়া সবুজও ব্যবহার করা হয়েছে। ভ্যালু অ্যাডিশনে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এম্ব্রয়ডারি ও মেশিন এম্ব্রয়ডারি।
ঈদ কালেকশনে মেয়েদের পোশাক হিসেবে থাকছে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, সিঙ্গেল কুর্তি, লং ফ্রক, গাউন, ওড়না, ব্লাউজ, টপস, পালাজো, প্যান্ট, আনস্টিচড থ্রি-পিস। ছেলেদের জন্য পাঞ্জাবি, কাতুয়া, ফতুয়া, শার্ট, টি-শার্ট, পায়জামা, ধুতি, লুঙ্গি, টুপি, উত্তরীয়। এ ছাড়া ছোটদের জন্য থাকছে সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট-টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া, ফতুয়া, পায়জামা, ধুতি, টুপি। আরও রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকভার, পিলোকভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস। উপহারসামগ্রী হিসেবে রয়েছে নানা ডিজাইনের মগ।