হ্যালোইন আসি আসি। ঢাকার শহরের ফাইভ স্টার হোটেলগুলো এ সময়ে ভূতুরে আড্ডায় সাজবে, তা জানে সবাই। কিন্তু নিজেদের মতো করে যদি উপভোগ করতে চায় কেউ, তাহলে কেমন হবে সে আয়োজন, তা নিয়েই আজকের গল্প।
অক্টোবরের শেষ দিন হ্যালোইন। এ বছরের ক্যালেন্ডারে দিনটি বৃহস্পতিবার। অর্থাৎ সপ্তাহের শেষ দিন। এবারের আয়োজনর বাড়তি উত্তেজনা এখান থেকেই শুরু। আর যেহেতু বেশি সময় নেই, তাই সব গুছিয়ে নেওয়ার শুরুটা করে ফেলতেই পারেন।
কস্টিউম পরে সাজতে চাইলে, তার জন্য আগে থেকেই সেরে নিতে পারেন কেনাকাটা। পছন্দের কোনো ক্যারেক্টারের মতো তৈরি হতে পারেন। আবার চাইলে শুধু কালো পোশাক পরে লিপস্টিক, কাজলে সাজতে পারেন। নিজের মনমতো সব করতে পারেন এদিন। ছোটবেলার যেমন খুশি সাজোর মতো করে।
ঘর সাজানোর ইচ্ছা থাকলে ক্রাফটিং শুরু করতে পারেন। বাদুর, কুমড়া, মাকড়শা, জাদুর কাঠির মতো অনেক কিছুই এদিনে আপনার বাসাকে উৎসবের রূপ দিতে পারবে। নানা রকম মোমবাতিও থাকতে পারে। উজ্জ্বল আলো নিভিয়ে নিভু নিভু আলোতেই নয় কাটুক এই দিন।
স্পিকারে হালকা ভল্যুমে চালানোর জন্যে ভূতুরে মিউজিক প্লে লিস্ট তৈরি করে রাখতে পারেন। সবাই মিলে মুভি নাইট করতে চাইলে সেখানেও হরর জনরা পেতে পারে প্রাধান্য।
যদি হোস্ট হন, তাহলে খাবার মেনুর চিন্তা ভাবনা যত দ্রুত সম্ভব সেরে নিলেই ভালো। খাবার বাসায় তৈরি করতে চাইলে সব আইটেমেই একটুখানি হ্যালোইন মিশিয়ে দিতে পারেন। কুমড়া ব্যবহারে কিছু আইটেম তৈরি করতে পারেন। আবার, চেনাজানা রেসিপিতেও প্লেটিং এ আনতে পারেন ভিন্নতা। যেখানে ভুতুড়ে আবহ উপস্থিত থাকবে।
সব শেষে, জমিয়ে ভূতের গল্প চলুক। ভূত থাকুক আর না থাকুক, হ্যালোইন আছে!
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ