বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনির্ভাসের চূড়ান্ত পর্ব থেকে নাম কাটা গেল পানামার রূপসী ইতালি মোরার। অভিযোগ, নিয়ম ভেঙে প্রেমিকের হোটেল রুমে হাজির হয়েছিলেন তিনি!
দ্য নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা যায়, শনিবার (১৬ নভেম্বর ২০২৪) মেক্সিকো সিটিতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৪-এর গ্র্যান্ড ফিনেলেতে পৃথিবীর নানা প্রান্তের ১৩০ জন প্রতিযোগীর একজন হিসেবে, পানামার প্রতিনিধিত্ব করার কথা ছিল ১৯ বছর বয়সী মোরার। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়ার সুস্পষ্ট কারণ না জানালেও প্রতিযোগিতার নিয়ম ভাঙার অভিযোগ তুলে এ শাস্তি কার্যকর করেছে।
অবশ্য স্থানীয় গণমাধ্যম জ্যাম প্রেসের সূত্রমতে, গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে ইতোমধ্যেই মেক্সিকো সিটিতে অবস্থানরত মোরা মিস ইউনিভার্স কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একই শহরে থাকা তার প্রেমিক হুয়ান আবাদিয়ার সঙ্গে দেখা করার জন্য হুয়ানের হোটেল রুমে গিয়েছিলেন। এতেই ক্ষিপ্ত হয় সৌন্দর্য প্রতিযোগিতাটির সঙ্গে সংশ্লিষ্টরা।
অন্যদিকে মোরার দাবি, মিউ ইউনিভার্স পানামার ডিরেক্টর সিজার আনেল রদ্রিগেজের সঙ্গে বিবাদের কারণেই বাদ পড়েছেন তিনি! কেননা, আয়োজকদের কাছ থেকে তিনি যথাযোগ্য ব্যবস্থাপনা পাননি। এমন দাবির সঙ্গে সুর মিলিয়ে আবাদিয়া বলেছেন, কর্তৃপক্ষের কাছ থেকে মোরা যথেষ্ট সহযোগিতা না পাওয়ায় প্রেমিকাকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছিলেন তিনি।
প্রতিযোগিতা থেকে ইতালি মোরাকে বহিষ্কারের আনুষ্ঠানিক বিবৃতিতে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বলেছে, ‘আমাদের সঙ্গে সম্পৃক্ত সকল অংশের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি। বৈচিত্র্য, মেধা ও আত্মোৎসর্গের উদাহরণ হয়ে ওঠা সকল প্রতিযোগীর কল্যাণ ও স্বচ্ছতাই আমাদের কাছে প্রথম অগ্রাধিকার।’
শেষ মুহূর্তে মোরা বাদ পড়ায় তার জায়গায় অন্য কোনো প্রতিযোগী পাঠানোর সুযোগ মিলবে না পানামার।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ