বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস মহামারি। আতঙ্কিত বিশ্ববাসী। বাংলাদেশে এখনও এর প্রকোপ কাটেনি। এ দিকে চলছে রোজার মাস, সামনেই ঈদুল ফিতর। কিন্তু ঈদের আগে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিন জুয়েলার্স। ৯ মে এই সিদ্ধান্ত জানিয়েছেন আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, ‘ব্যাবসা থেকে মানুষের জীবনের মুল্য অনেক বেশি। এখন সময় আমাদের সচেতনতার। সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ‘ সামাজিক দায়বদ্ধতা থেকেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নির্বাহী পরিচালক আরও জানিয়েছেন যে তাঁর দোকান কর্মচারী ও ক্রেতা সাধারণের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ঈদ পর্যন্ত প্রতিষ্ঠানটির সব শাখা বন্ধ থাকবে। এই বিষয়ে তিনি বলেন, ‘সরকার আমাদের দোকান খোলার অনুমতি দিলেও স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি ঈদের আগে দোকান খুলব না। ঈদের পর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে দোকান খোলার পরবর্তী নির্দেশনা দেয়া হবে। ‘