মঞ্চস্থ হতে যাচ্ছে ‘রাই কৃষ্ণ পদাবলি। ’ আজ ১০ অক্টোবর রাত ৮টায় রাজধানীর কলাবাগান মাঠে দেখা যাবে এ নৃত্যনাট্য। নৃত্যশিল্পী হিসেবে থাকবেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। এ ছাড়া অংশ নেবেন নৃত্যাঞ্চলের ৪০ জন শিল্পী। পূজা কমিটির উদ্যোগে নৃত্যনাট্যটি উপস্থাপন করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ‘রাই কৃষ্ণ পদাবলি’ নৃত্যনাট্যটি লিখেছেন শেখ হাফিজুর রহমান। পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। তিনি ভারতের খ্যাতিমান নৃত্যপরিচালক।
শিবলী মহম্মদ বলেন, ‘পৌরাণিক চরিত্রগুলো করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ ও শিল্পী। আমার কাজ এ চরিত্রগুলোকে ধারণ করে উপস্থাপন করা।’
শামীম আরা নীপা বলেন, ‘নৃত্যনাট্যের চরিত্রগুলো অনেক ডাইমেনশনাল। এগুলোর মধ্যে ঢুকে পড়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা মানবতায় বিশ্বাসী। আমরা চাই সব জাতি-গোষ্ঠীর শান্তিময় জীবন। পারস্পরিক ভক্তি-শ্রদ্ধা বজায় রাখতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
দেশের জনপ্রিয় নৃত্য জুটি শিবলী ও নীপাকে মঞ্চে দেখতে ভালোবাসেন নৃত্যপ্রেমীরা। তাঁদের নাচের দল ‘নৃত্যাঞ্চল’-এর রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় নৃত্যনাট্য। সেগুলোর অন্যতম হচ্ছে ‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’ এবং ‘রাই কৃষ্ণ পদাবলি’।