প্রথমবারের মতো রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় করা একটি ডকু ড্রামার বিশেষ অংশে অংশগ্রহণ করলেন চিত্রনায়িকা মৌসুমী। ডকু ড্রামার নাম ‘বিদেশ বাবু। ’এটি রচনা করেছেন অয়ন চৌধুরী।
রহমতুল্লাহ তুহিন বলেন, ‘এটি একধরনের ডকু ড্রামা। যারা বিদেশে যায় বা যেতে চায়, তাদের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য একটি ড্রামা। গল্পটা খুবই আকর্ষণীয়। ডকু ড্রামায় মৌসুমীকে দেখা যাবে একজন তারকা হিসেবে। টেলিভিশনে তিনি বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে সতর্কবাণী পৌঁছে দিচ্ছেন। মানে, মৌসুমী সরাসরি নাটকে অংশগ্রহণ করছেন না। তবে নাটকের একটি অংশে দেখা যাবে যে টেলিভিশনের মধ্যে মৌসুমী একজন তারকা হিসেবে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের সতর্ক করে দিচ্ছেন। মৌসুমীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। নিঃসন্দেহে আমার খুব ভালো লাগছে। ’
গত ৬, ৭ ও ৮ অক্টোবর গোয়ালন্দে এর শুটিং হয়েছে। গতকাল ১০ অক্টোবর মৌসুমীর অংশটুকু শুট করা হয়।
ডকু ড্রামায় অভিনয় করেছেন ছাব্বির আহমেদ, ফারজানা রিক্তা, শেলি, শামীমসহ অনেকে। এ ডকু ড্রামা বিটিভিতে প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক রহমতুল্লাহ তুহিন।