সবকিছুই তরুণদের কেন্দ্র করে বর্তায়। সংস্কৃতিও তার ব্যতিক্রম নয়। নতুন কোনো সৃষ্টির ভোক্তারূপে প্রথম গণ্য করা হয় তরুণদেরই। তরুণ প্রজন্মের পছন্দের গান নিয়েই বর্তমানে বাংলা গানের বাজার সরগরম। আর এই তরুণদের মনের খোরাক জোগাতেই বেশি ব্যস্ত সংগীতশিল্পীরা।
এ প্রজন্মের গায়ক শাহরিয়ার বাঁধনও তার ব্যতিক্রম নন। বেশ কিছুদিন পরপর তিনি হাজির হলেন ভিন্ন ধরনের রোমান্টিক গান নিয়ে। ৯ অক্টোবর সন্ধায় জিসান মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই শিল্পীর নতুন গান ‘মন থেকে দূরে’।
গানটি লিখেছেন গীতিকার জিয়াউদ্দিন আলম। সুর করেছেন মেহতাজ। গানের মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন। এ গানের ভিডিও নির্মাণ করেছেন আরিফ খান। গানটি প্রসঙ্গে শাহরিয়ার বাঁধন বলেন, ‘এর আগে আমি যত গান করেছি, সেগুলোর থেকে এ গান আলাদা। রোমান্টিক গানের এই জমজমাট বাজারে আমার গানটি কতটুকু জনপ্রিয়তা পাবে, তা জানি না। তবে আমি আমার দর্শক-শ্রোতাদের অনুরোধ করব, গানটি আপনারা শুনুন, দেখুন। তারপর আপনারাই বিচার করুন।’
উল্লেখ্য, শাহরিয়ার বাঁধনের অন্যান্য গান জিসান মাল্টিমিডিয়া ও তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে বলেও জানান এই শিল্পী।
গানটি উপভোগ করুন এখানে: