ফ্যাশন হাউজ গ্রামীণ ইউনিক্লো ও হোন্ডা বাংলাদেশ একসঙ্গে ক্রেতাদের জন্য কাজ করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে বাইকারদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন ডিজাইনের বিভিন্ন রঙের টি-শার্ট। মোটরসাইকেল চালকদের জন্য এমন উদ্যোগ বাংলাদেশে প্রথম। এই টি-শার্টগুলো শুধু বাইকার নয়, ফ্যাশনপ্রিয় তরুণেরাও পরতে পারবেন স্বাচ্ছন্দ্যে। মূলত বাইকার ও তরুণ সমাজের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে এই টি-শার্ট। গ্রামীণ ইউনিক্লো ও হোন্ডা বাংলাদেশের যেকোনো শোরুমে পাওয়া যাবে এই টি-শার্টগুলো। উন্নত গ্রাফিক ডিজাইনের এই টি-শার্ট ৬৯০ টাকায় ক্রয় করতে পারবেন ক্রেতারা।
৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে টি-শার্টগুলো ক্রেতাদের সামনে নিয়ে আসেন গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক ও হোন্ডা বাংলাদেশের সিইও ইউচিরো ইশি। নাজমুল হক বলেন, ‘আমরা সব সময়ই ভোক্তা সাধারণকে উদ্ভাবনী ও ভিন্নধারার পোশাক পরিবেশন করতে সচেষ্ট। এরই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। আশা করি, আমাদের এই উদ্যোগ সবার কাছে সমাদৃত হবে।’ ইউচিরো ইশি বলেন, ‘আমরা গ্রামীণ ইউনিক্লোর সঙ্গে এই উদ্যোগে কাজ করে খুশি ও গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে বাইকার তথা তরুণদের নিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমাদের। তরুণদের রুচিবোধের কথা বিশেষভাবে চিন্তা করে আমরা টি-শার্টগুলো তৈরি করেছি। আশা করি, সবাই নিজ নিজ পছন্দের টি-শার্ট টি ক্রয় করতে পারবেন।’