মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) জাপানের টোকিওতে অনুষ্ঠিত বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে সেরার মুকুট ওঠেছে ভিয়েতনামের হুইন থি থান থুইয়ের মাথায়– এ খবর অনেকেই জানেন। কিন্তু জানেন কি, আরও কোন কোন রূপসী পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি?
চলুন, মিস ইন্টারন্যাশনালের অফিশিয়াল ওয়েবসাইট সূত্রে তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক:
রানার-আপ

প্রথম রানার-আপ: ক্যামিলা রিবেরা রোকা [বলিভিয়া]

দ্বিতীয় রানার-আপ: অ্যালবা পেরেজ [স্পেন]

তৃতীয় রানার-আপ: সাকরা গেরেরো [ভেনেজুয়েলা]

চতুর্থ রানার-আপ: সোফি কিরানা [ইন্দোনেশিয়া]
আরও পড়ুন: নতুন মিস ইন্টারন্যাশনাল ভিয়েতনামী রূপসী থুই
কন্টিনেন্টাল কুইনস

মিস ইন্টারন্যাশনাল আফ্রিকা ২০২৪: আকিসানা দা ভেইগা [কেপ ভার্দে]

মিস ইন্টারন্যাশনাল আমেরিকা ২০২৪: শেলবি বার্নেস গার্সিয়া [কিউবা]

মিস ইন্টারন্যাশনাল এশিয়া-প্যাসিফিক ২০২৪: মেই উয়েদা [জাপান]

মিস ইন্টারন্যাশনাল ইউরোপ ২০২৪: হানা ক্যাথলিন হকশ্য [আয়ারল্যান্ড]
আরও পড়ুন: মিস ইন্টারন্যাশনাল: বাংলাদেশ প্রতিনিধি এফার পাশে শোকুবুতসু
মিস ইন্টারন্যাশনাল স্পেশাল অ্যাওয়ার্ড

বেস্ট ন্যাশনাল কস্টিউম: সামান্থা পুল [নিউজিল্যান্ড]

মিস ফিটনেস: এপ্রিল টবি [হন্ডুরাস]

বেস্ট ইন ইভনিং গাউন: সোফিয়া কাজো [পেরু]

মিস ফটোজেনিক: ভ্যালেরি ভিলানেভা [মেক্সিকো]
- ক্যানভাস অনলাইন
সূত্র ও ছবি: মিস ইন্টারন্যাশনাল অফিশিয়াল ওয়েবসাইট