ঢাকায় শুরু হয়েছে ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে মেলা। তিন দিনব্যাপী মেলাটি চলবে ১৩ জুলাই শনিবার পর্যন্ত।
মেলায় ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেট পাওয়া যাবে। বিশেষ ছাড় এবং উপহার ছাড়াও বেশ কিছু নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে। পাওয়া যাবে ডেল, আসুস, এইচপি, লেনোভো, ওয়ালটন, আইলাইফ ব্র্যান্ডের ল্যাপটপ। ইসেট ও ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস-সিকিউরিটি পণ্যসহ অ্যাকসেসরিজও পাওয়া যাবে।
মেলার প্রধান পৃষ্ঠপোষক ইসেট। সহ-পৃষ্ঠপোষক আসুস, ডেল, এইচপি, লেনোভো। সাইবার সিকিউরিট পার্টনার ক্যাসপারস্কি। মেলার অফিশিয়াল ফেসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাতে অংশ নিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।