skip to Main Content
মিস ইউনিভার্স ২০২৪: যত নতুন ইতিহাস

শনিবার (১৬ নভেম্বর ২০২৪) মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৩তম আসরের গ্র্যান্ড ফিনালে। তাতে সবার সেরার মুকুট উঠেছে ডেনিশ রূপসী ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগের মাথায়– এ খবর অনেকেরই জানা। কিন্তু জানেন কি, ইতিহাসে কোন কোন নতুন পালক যুক্ত হয়েছে এবারের আসরে?

শুরুতেই বলে রাখি, মিস ইউনিভার্স ২০২৪-এর এ আসর ছিল বেশ বড়। আইকনিক ক্রাউনটির জন্য লড়েছেন বিভিন্ন দেশের ১২৫ নারী। সংখ্যায় গেল আসরের চেয়ে ৪১ জন বেশি। দীর্ঘ বিরতির পর আসরটিতে ফিরেছে কিউবা ও সামোয়ার মতো বেশ কিছু দেশ। অভিষেকও ঘটেছে কয়েকটি দেশের।

ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ

প্রথম কোনো ডেনিশ রূপসীর মাথায় মুকুট

গ্র্যান্ড ফিনালে যখন চূড়ান্ত মুহূর্তের সামান্য আগে, সেরা পাঁচ ইতোমধ্যেই নির্বাচিত হয়ে গেছে, তখনই মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ১৯৬৩ সালের পর এবারই প্রথম ‘টপ ফাইভ’-এ জায়গা করে নিয়েছেন কোনো ডেনিশ প্রতিযোগী। বুঝতেই পারছেন, বলছি ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগের কথা। সাফল্যের ওই পর্যায়েই থেমে যেতে নারাজ ভিক্টোরিয়া শেষ পর্যন্ত হয়েছেন সবার সেরা। তাতে ইতিহাসে যুক্ত হয়েছে আরেকটি পালক। এই প্রথম ডেনমার্কের কোনো প্রতিযোগীর মাথায় ওঠল ‘মিস ইউনিভার্স’ মুকুট।

রুবি পুশ

বোনায়ার বিউটি

বোনায়ার। নেদারল্যান্ডসের একটি ক্যারিবিয় দ্বীপ। এর প্রতিনিধি, মিস ইউনিভার্স বোনায়ার হিসেবে অংশ নেওয়া রুবি পুশের নামও যুক্ত হয়ে গেল ইতিহাসে। কেননা, গেল ২৫ বছরের মধ্যে মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম বোনায়ারবাসী তিনি। সৌন্দর্যের দ্যুতি দেখালেও অবশ্য চূড়ান্ত পর্বে ‘সেরা-৩০’-এ জায়গা করে নিতে পারেননি ব্যক্তিজীবনে ২৯ বছর বয়সী এই যোগাযোগ বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তা।

মারিয়ানেলা আনচেতা

১৯৬৭ সালের পর প্রথম কিউবান

শনিবার মূল পর্বের ‘সেরা-৩০’ জায়গা পেলেও এর চেয়ে বেশিদূর এগোতে পারেননি মারিয়ানেলা আনচেতা। তাতে কি! অংশ নেওয়ার মাধ্যমেই ইতিহাস গড়া হয়ে গেছে তার। ৩১ বছর বয়সী এই মডেল ও ব্যবসায়ী এবং মানসিক স্বাস্থ্য পরামর্শকই হলেন ১৯৬৭ সালের পর মিস ইউনিভার্সে নাম লেখানো প্রথম কোনো কিউবান প্রতিযোগী।

লগিনা সালাহ

শ্বেতরোগী প্রথম প্রতিযোগী

মিস ইউনিভার্স ফাইনালের ‘সেরা-৩০’-এ জায়গা পাওয়া মিসরীয় প্রতিযোগী লগিনা সালাহর নাম প্রতিযোগিতাটির ইতিহাসে অন্যভাবে লেখা থাকবে। এর চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করা প্রথম শ্বেতরোগ-আক্রান্ত প্রতিযোগী তিনি, যা অনেকেরই সৌন্দর্যবিষয়ক চলতি ধারণায় অভিঘাত ফেলেছে। নিঃসন্দেহে উৎসাহও জুগিয়েছে অনেককেই। ব্যক্তিজীবনে ৩৪ বছর বয়সী লগিনা একজন মা, মডেল, মেকআপ আর্টিস্ট এবং টিভি উপস্থাপক।

শিয়ান ম্যাকইনটশ

সবচেয়ে কম উচ্চতার রূপসী

মিস ইউনিভার্স তার দীর্ঘ পথচলায় সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন প্রতিযোগীর দেখা পেল এবার। তিনি মিস জিবাল্টার শিয়ান ম্যাকইনটশ। ২৫ বছর বয়সী এই রূপসীর দৈহিক উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। এর আগে, মিস জিবাল্টার চলাকালে বিচারকরা যখন এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করেছিলেন, তার জবাব ছিল, ‘আমি হয়তো ছোটখাটো গড়নের, তবে উচ্চতায় দাঁড়াতে জানি।’

এমিলিয়া দোব্রেভা

নিজ দেশের প্রথম প্রতিযোগী

মিস ইউনিভার্সের ইতিহাসে এবারই প্রথম অংশগ্রহণ ঘটে কয়েকটি দেশের। যার মধ্যে ২৯ বছর বয়সী শিক্ষার্থী ও সরকারি অলাভজনক প্রতিষ্ঠানের কর্মী সারান বাহ পশ্চিম আফ্রিকান দেশ গিনিয়ার প্রতিনিধি হিসেবে; ২৩ বছর বয়সী মডেল, নৃত্যশিল্পী ও ডিজিটাল ক্রিয়েটর ক্যাসান্ড্রা চিও মিস মাকাও হিসেবে; ২১ বছর বয়সী মরিয়ম সায়না নাসিম প্রথম ইন্দোনেশিয়ান হিসেবে; ২০ বছর বয়সী জুলিয়েতা কালাব প্রথম মিস মালদোভা হিসেবে; ৩৩ বছর বয়সী ডেভিন প্রসাথ প্রথম কম্বোডিয়ান প্রতিযোগী হিসেবে; ১৯ বছর বয়সী রুমিনা ইভজাই প্রথম মিস মন্টেনিগ্রো হিসেবে; ২১ বছর বয়সী টিয়া জর্জিয়েভস্কা প্রথম মিস নর্থ মেকডোনিয়া হিসেবে; ২৬ বছর বয়সী আভা ভেহনেশান প্রথম মিস পার্সিয়া হিসেবে; ২৭ বছর বয়সী এমিলিয়া দোব্রেভা প্রথম মিস সংযুক্ত আরব আমিরাত হিসেবে এবং ২৫ বছর বয়সী নিগিনা ফাখরিদ্দিনোভা প্রথম মিস উজবেকিস্তান হিসেবে মূল প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়া ২২ বছর বয়সী আর্মি অফিসার অ্যালমা কুপার প্রথম কোনো আফ্রো-লাতিনা নারী হিসেবে মিস ইউএস হয়ে এবং ২৫ বছর বয়সী চেলসি মানালো প্রথম কোনো আফ্রিকান বংশোদ্ভূত হিসেবে মিস ফিলিপাইনস হিসেবে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন।

বিয়েট্রিস নিয়োয়া

সবচেয়ে বেশি বয়সী

তিন সন্তানের জননী, সিঙ্গেল মাদার বিয়েট্রিস নিয়োয়া মিস মাল্টা হিসেবে অংশ নেন ৪০ বছর বয়সে, যা তাকে করে তোলে এ প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী।

খাদিজা ওমর

হিজাবে প্রথম

মাথায় হিজাব পরে মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নেওয়া প্রথম প্রতিযোগী হিসেবে ইতিহাসে খাদিজা ওমরের নাম বিশেষভাবে লেখা থাকবে। ২৩ বছর বয়সী এই মিস সোমালিয়া এর আগেও এমন ইতিহাস লিখেছেন, বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম সেরা হিসেবে খ্যাত ‘মিস ওয়ার্ল্ড’-এ, ২০২১ সালে। ওই প্রতিযোগিতায়ও হিজাব পরে অংশ নেওয়া ইতিহাসের প্রথম প্রতিযোগী তিনি।

  • ক্যানভাস অনলাইন
    সূত্র ও ছবি: বিজনেস ইনসাইডার ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top