চুল সচেতন নারীদের চুলের সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে চুলের আগা ফেটে যাওয়া। এতে করে চুলের সৌন্দর্য ব্যাহত হয়। এ ছাড়া চুলে মনমতো স্টাইল করা যায় না। অনেকেই চুলের আগা ফাটা রোধ করতে কিছুদিন পরপরই আগাগুলো কেটে ফেলেন। তবে কত দিন আর কাটা যায়। এখন থেকে আর কাটা নয়, একটি সহজ উপায়েই রোধ করা যাবে চুলের আগা ফাটা সমস্যা। এ জন্য তৈরি করতে হবে একটি নারেশিং বাম।
যা লাগবে: শেই বাটার ৬০ গ্রাম, কোকো বাটার ৩০ গ্রাম, নারকেল তেল ৩০ গ্রাম, জোজোবা অয়েল ২০ গ্রাম, ক্যামেলিয়া সিড অয়েল ২০ গ্রাম, ক্যাস্টর অয়েল ৩ গ্রাম, আখরোট তেল ১২ গ্রাম, প্রাকৃতিক মোম ২২ গ্রাম, ভিটামিন ই ১ গ্রাম এবং ল্যাভেন্ডার, লেমনগ্রাস ও রোজমেরি এসেনশিয়াল অয়েল ৩:২:১ অনুপাতে।
যেভাবে তৈরি করবেন: একটি প্যানে এসেনশিয়াল অয়েল বাদে সব উপকরণ নিয়ে চুলায় বসিয়ে দিন। মধ্যম আঁচ রাখুন। চামচ দিয়ে উপকরণগুলো নাড়তে থাকুন। উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
কাচ বা টিনের বোতলে ঢেলে রাখুন। তার আগে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি সেট হওয়ার জন্য গরম গরম অবস্থাতেই ফ্রিজে রেখে দিন।
ব্যবহার করবেন যেভাবে: চুলের আগা ফেটে খুব বেশি রুক্ষ হলে বামটি প্রতিদিন ব্যবহার করতে হবে। এ ছাড়া সপ্তাহে তিন– চার দিন ব্যবহার করতে পারেন।
অল্প পরিমাণ বাম আঙুলে নিয়ে দুই হাতের দুই আঙুলে মেখে আস্তে আস্তে চেপে চুলের আগায় মেখে নিন। হালকা ভেজা চুলে হেয়ার বাম লাগালে চুল খুব তাড়াতাড়ি তা শুষে নিবে। এ ছাড়া চুলে অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকবে না। আর চুল যদি তেল চিটচিটে হয়ে যায়, তাহলে বুঝতে হবে বেশি পরিমাণে বাম মেখে ফেলেছেন।