বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আয়োজন শীতের হাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে, টানা সাত দিন। দেশের প্রায় ১ হাজার ৫০০ উদ্যোক্তার মধ্য থেকে বাছাইকৃত ৩০ জনের কাজ স্থান পেয়েছে এখানে।
ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে। ২৪ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলবে।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু হয় শীতের হাওয়ার ক্ষণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম চঞ্চল। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব সাহা, ভাইস প্রেসিডেন্ট শেখ সাইফুর রহমান (কনসালট্যান্ট হাল ফ্যাশন), সাধারণ সম্পাদক মাসুমা আক্তার মিথিলা, স্থপতি ও অভিনয়শিল্পী অপি করিম।
বৈচিত্র্যময় পণ্য সমাহার নিয়ে এসেছেন উদ্যোক্তারা। ব্যবহার করেছেন দেশি উপাদান। জামদানি, পাট, মণিপুরি, গামছা, নকশিকাঁথা, রিসাইকেল, আপসাইকেল, পুঁথি, প্যাচওয়ার্ক, ডেনিম, বিডস, সুতার কাজ পেয়েছে গুরুত্ব।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে