রাজধানীর আলোকি কনভেনশন হলে শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। এই ফ্যাশন শোতে বাংলাদেশি ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স নতুন সংকলনও লঞ্চ করে। ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও উন্মুক্ত হয় এই অনুষ্ঠানে।
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি আয়োজিত এই ফ্যাশন শোর প্রধান পৃষ্টপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এ বছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে আসে। দেশবরেণ্য নানা ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এই ফ্যাশন শোতে।
পাশাপাশি বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নেয়। যেমন– বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন।
নন্দিত মডেল ও অভিনেত্রীরা এই ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে