কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গৌরবের ধন। আমাদের সংস্কৃতির মহাকাশ। বাঙালির জীবনে, যাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় তার সৃষ্টিকর্ম অপরিসীম অনুপ্রেরণা হয়ে কাজ করে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তার নানান কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন।

এই বৈশাখে বিশ্বকবির ১৬৪তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে রঙ বাংলাদেশ পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, মুখাবয়ব এবং তার রচিত গানের বাণীকে ব্যবহার করে নানান রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ বিভিন্ন পণ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

