বৃহস্পতিবার (১ মে ২০২৫) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়েভস ইন্ডিয়া সামিটে জমকালো শাড়ি পরে হাজির হয়ে দ্যুতি ছড়িয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। ৩২ বছর বয়সী এই তারকার পরনে থাকা শাড়িটির নকশাকার ভারতীয় ডিজাইনার ডুয়ো আবু জানি ও সন্দীপ খোসলা। তাতে ভারতীয়, বিশেষত মহারাষ্ট্রের ঐতিহ্যের ছাপ প্রকাশ পেয়েছে। খবর ভোগ ইন্ডিয়ার।

পিচ, কোরাল আর ফুচিয়ার উজ্জ্বল শেডের, হাতে বোনা এই শাড়িতে ছিল ফ্লোরাল এমবেলিশমেন্ট সহকারে একটি ঋদ্ধ সোনালিরঙা বর্ডার। জানা যায়, শাড়িটি বুনতে সময় লেগেছিল ৭৫ দিন।

এ দিন শাড়ির সঙ্গে জারদোজি ও সিকুইনে জমকালোভাবে সূচিকর্মকৃত, পিঠখোলা স্লিভলেস ব্লাউজ পরেছিলেন এই তারকা। মেকআপে রেখেছেন মিনিমাল বিউটি।
- ক্যানভাস অনলাইন
ছবি: ভোগ ইন্ডিয়া’র সৌজন্যে এবং সংগ্রহ

