skip to Main Content
যেমন ছিল ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২৫। চলতি বছরের অটোমোটিভ শো-তে এসিআই মটরসের ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফ্রিজার ভ্যান উন্মোচন করে। এ ছাড়াও ফোটনের ১ টন, ১.২ টন , ১.৫ টন এবং ৩ টন পিক-আপ প্রদর্শন করা হয়েছে তিন দিনব্যাপী এই আয়োজনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমার্শিয়াল অটোমোটিভ শো উপলক্ষে এসিআই মটরসের ফোটন ব্র্যান্ডের ছিল আকর্ষণীয় সব অফার। ব্র্যান্ডটির যেকোনো পিক-আপ ক্রয়েই ছিল রেফ্রিজেরেটর, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো উপহার। আরও ছিল দর্শনার্থীদের জন্য মনোরজ্ঞন কার্যক্রম, গেম-শোসহ অন্যান্য আয়োজন।

গ্রাহকদের উচ্ছ্বসিত সাড়া এসিআই মটরস-ফোটনের প্রতি তাদের আস্থারই প্রতিফলন, যা ব্র্যান্ডটির ভবিষ্যৎ পথচলাকে আরও দৃঢ় করবে– এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top