অতীতে নাম ছিল ‘কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট’। বর্তমানে ’মেট গালা’। মূলত বার্ষিক ওত কতুর ফান্ডরাইজিং ফেস্টিভ্যাল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের মুনাফার জন্য প্রতিবছর মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়। দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও গ্লামারাস ফ্যাশন ইভেন্ট হিসেবে গণ্য এ আয়োজনের এবারের আসর বসেছিল ৫ মে ২০২৫। এ আসরেও যথারীতি ছিল তারকা ও তাদের উজ্জ্বল উপস্থিতি। তাদের নখের সাজেও ছড়িয়ে পড়েছিল দ্যুতি।
এমনই কয়েকজন তারকার নখসজ্জা সম্পর্কে জেনে নেওয়া যাক বিশদ, ভোগ ইন্ডিয়ার সৌজন্যে। যেন তা দেখেই মনপছন্দ সাজ সেরে নেওয়া যায় নিজে নিজে, কিংবা নেইল আর্টিস্টের সহযোগিতা নিয়ে।
সাবরিনা কার্পেন্টার

২৫ বছর বয়সী মার্কিন গায়িকা সাবরিনার গো-টু নেইল আর্টিস্ট জোলা গ্যাঞ্জোরিট এবার এই তারকার মেট গালা নখসজ্জায় মনোগ্রাম মেনিকিউরের রীতিমতো মাস্টারক্লাস নিয়েছেন! সাবরিনার পরনে থাকা লুই ভিতোঁর আউটফিটের সঙ্গে মিল রেখে তিনি একটি নুড নেইল স্ট্যাম্পড সৃষ্টি করেছেন। তাতে, তারকার রিং ফিঙ্গারে ব্যবহার করেছেন এলভি ডিজাইনার লোগো; আর ডেলিকেট থ্রেডস গড়ে তুলেছে ফ্রেঞ্চ টিপসকে।
চ্যাপেল রোন

২৭ বছর বয়সী মার্কিন গায়িকা চ্যাপেল রোন তার নখের সাজেও ছড়িয়েছেন ম্যাচি-ম্যাচি ভাইব! মেনিকিউরিস্ট ডন স্টার্লিংয়ের সৃষ্টিতে, এই তারকার নখসজ্জায় ছিল হট পিংক নেইলস, আর টিপে লাইট-রিফ্লেক্টিং সিলভার স্টার ডিটেইলস।
জো কিং

হলিউড তারকা জো কিং নিজের নখ সাজিয়েছেন সেলিব্রিটি নেইল আর্টিস্ট থি এনগুয়েনের যত্নের অধীনে। তাতে প্রাধান্য পেয়েছে ড্যান্ডি থিম। মেট গালায় ২৫ বছরের জো’র পরিহিত শার্টের সঙ্গে মিল রেখে নখসজ্জায় তার রিং ফিঙ্গারে ছিল আই-ক্যাচিং ব্রাউন আর গোল্ড পলকা ডট; বাকি নখগুলোতে সাদা-কালো চেক ডিজাইন।
হ্যালি বেইলি

‘দ্য লিটল মারমেইড’ তারকা হ্যালি বেইলির বিডেড নেট ভেইল আর গ্লিটারি ব্লেজার ড্রেসের সঙ্গে মিল রেখে নখে ফুটে উঠেছিল ড্যাজলিং ডিটেইল। রাইনস্টোন ডিকালসের সঙ্গতে একটি এলাবোরেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেনিকিউর সৃষ্টির মাধ্যমে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর নখের ধামাকা সাজ সম্পন্ন করেছেন নেইল আর্টিস্ট টেমেকা জ্যাকসন।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ
কোলাজ: ক্যানভাস

