ঈদে নতুন পোশাকের অপেক্ষায় থাকেন সবাই। কোরবানি ঈদকে সামনে রেখে নতুন পোশাকের সম্ভার সাজিয়েছে দ্য মসলিন। রাজধানীর পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়েনের লবি পেরিয়ে একটু এগোলেই লাইফস্টাইল ব্র্যান্ড দ্য মসলিনের অবস্থান। ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে বাহারি সব ট্রেন্ডি ডিজাইনের আউটফিট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের মিশ্রণে এবারের ঈদ কালেকশন সাজানো হয়েছে। আবহাওয়া মাথায় রেখে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক ও মসলিন, টাঙ্গাইলের তাঁত শাড়ি এবং মৌলভীবাজারের মনিপুরি শাড়িকে দেওয়া হয়েছে প্রাধান্য। এ ছাড়াও রয়েছে ঢাকার বেনারসি পল্লির বেনারসি, রূপগঞ্জের জামদানি, খাদি, নকশি কাঁথার তৈরি শাড়ি, কুর্তি, ব্লাউজের মতো ট্রেন্ডি পোশাকের সমাহার।

পাশাপাশি, শতভাগ কেমিক্যাল ফ্রি ন্যাচারাল ডাইয়ে তৈরি ছেলেদের পাঞ্জাবির কালেকশন রেখেছে দ্য মসলিন ।
এ ছাড়া শার্ট, ফতুয়া ও টি-শার্টের মতো গরমে পরার পক্ষে আরামদায়ক পোশাকও এনেছে ব্র্যান্ডটি। উৎসবের আমেজকে বাড়তি মাত্রা এবং আরামদায়ক করে তুলতে পোশাকে রঙের কনট্রাস্ট কালারের পাশাপাশি নানা রকমের হাতের কাজ ব্যবহার করা হয়েছে।

এই ঈদে শোরুমে গিয়ে কেনাকাটার পাশাপাশি ঘরে বসেও দ্য মসলিনের অফিশিয়াল পেজ থেকেও কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা।
ক্যানভাস অনলাইন
ছবি: দ্য মসলিন-এর সৌজন্যে

