skip to Main Content
ঢাকা রিজেন্সির ‘বিট দ্য হিট’

যখন গ্রীষ্মের তীব্র রোদ শহরের আকাশজুড়ে সোনালি আভা ছড়ায়, তখন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ‘বিট দ্য হিট’ টাইটেলে তার স্পেশাল সামার ক্যাম্পেইনে আমন্ত্রণ জানায় শহরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে প্রাণ জুড়িয়ে দেওয়া একগুচ্ছ অভিজ্ঞতায়, যেখানে অতিথিরা বরণ করে নিতে পারবেন আনন্দ, স্বাদ ও প্রশান্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়, হোটেলটির জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন জেগে থাকে মনোমুগ্ধকর হাওয়ায় ও তারা ভরা সন্ধ্যায়! আর যারা প্রশান্তি খোঁজেন, তাদের জন্য ঢাকা রিজেন্সির ঝকঝকে রুফটপ সুইমিংপুল যেন স্বর্গীয় ঝলক। পানিতে নামলে নিমিষেই কেটে যাবে সারা দিনের ক্লান্তি।

এ ছাড়াও সতেজতার জন্য উপভোগ করতে পারেন ঢাকা রিজেন্সির তাজা ফলের রঙিন জুসের কালেকশন, যেখানে প্রতিটি চুমুক যেন গ্রীষ্মের দুপুরে ফলের বাগান থেকে আসা এক ঝলক নির্মল বিশুদ্ধ বাতাস! আর যদি চান দেহ ও মনকে আরও গভীর প্রশান্তিতে ভরিয়ে তুলতে, তাহলে ১০টা থেকে ৪টার মধ্যে স্পা অফার উপভোগ করতে পারেন ১৫% মূল্যছাড়ে। আরাম আর পুনরুজ্জীবনের এক নিঃশব্দ আশ্রয়, যেখানে গ্রীষ্মের উত্তাপ হারিয়ে যাবে এক ফিসফিসে আবেশে!

সুইমিং কোর্সে অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়ানোর কিংবা প্রথমবারের মতো পানির সঙ্গে বন্ধুত্ব করার ব্যবস্থাও রেখেছে ঢাকা রিজেন্সি। আধুনিক সুবিধাসম্পন্ন পুলে আয়োজিত এই কোর্সে শিশু থেকে প্রাপ্তবয়স্ক– সব বয়সের জন্য রয়েছে উপযুক্ত প্রশিক্ষণ। বিশেষ যত্নে নিরাপদ ও আনন্দময় পরিবেশে শিশুদের সাঁতার শেখানো হয়। শুধু তাই নয় , ঢাকা রিজেন্সি হেলথ ক্লাব সদস্যদের জন্য থাকছে স্পেশাল প্যাকেজ ও বিশেষ ছাড়। আর, নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে চাইলে ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ সামার রুম প্যাকেজে বসবাস করতে পারেন রাজকীয়ভাবে, যেখানে প্রতিটি অফারে মিলবে আরাম ও আনন্দের অপার সম্ভার।

এই গ্রীষ্মে গরম থেকে পালিয়ে নয়, বরং মৌসুমকে উপভোগ করতেই চলে আসতে পারেন ঢাকা রিজেন্সিতে।রিজার্ভেশন ও বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৩৩২৫৪০ নম্বরে অথবা ভিজিট করতে পারেন: https://www.facebook.com/share/1HFeGJNLEy

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top