বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ২০ স্মার্টফোন নিয়ে এলো টেকনো । এই সিরিজে থাকছে দুটি মডেল– ক্যামন ২০ প্রো ও ক্যামন ২০। মোবাইল ইন্ডাস্ট্রির প্রথম ক্যামন পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইনে তৈরি। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দুটি ফোনেই ৬৪ মেগাপিক্সেল আরজিবিডব্লিউ সেন্সর সমৃদ্ধ নাইট পোট্রেট ক্যামেরা সংযুক্ত। এই ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা কম আলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে দারুণ স্বচ্ছতা এবং প্রাণবন্ত রঙের ছবি তুলতে পারবেন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টেকনো।
এ ছাড়াও এই সিরিজের সব ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার মাধ্যমে ন্যাচারাল বিউটি ইফেক্ট ও দারুণ ডিটেইলিংয়ে ছবি তোলা যাবে।
ক্যামন ২০ প্রো ফোনটি ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
ক্যামন ২০ প্রো’র দাম ২৪ হাজার ৯৯০ টাকা এবং ক্যামন ২০-এর ১৯ হাজার ৯৯০ টাকা।
- ফুয়াদ/ ক্যানভাস অনলাইন