নারীদেহের নিজস্ব শরীরবৃত্তীয় পরিবর্তনের প্রভাব মনেও পড়ে। এর মধ্যে মাসিক অন্যতম। এই সময়ে হরমোন লেভেলের বদল জীবনযাত্রাতেও প্রভাব ফেলে।
বেশির ভাগ মেয়েই মেন্সট্রুয়েশন সাইকেলে এ ধরনের তারতম্য অনুভব করেন। তবে, সবাই না। এই পরিস্থিতিকে প্রিমেন্সট্রুয়াল সিনড্রোম (পিএমএস) বলা হয়ে থাকে।
এটি আবেগকেও প্রভাবিত করে। মনের ভাব পরিবর্তিত হয় সময়ে সময়ে। যা তাদের ব্যবহার, আচরণকে ওই সময়ে ভিন্ন রকম করে। পিরিয়ডের আগে থেকেই শুরু হতে পারে এমন সময়ের। চলতে পারে পিরিয়ডের শেষ অবধি।
এই ভিন্ন সময়ে অনেকের শপিংয়ের ধরনের বৈশিষ্ট্য অন্য রকম হয়। অস্থিরতা, দুশ্চিন্তা করার প্রবণতা, দুই-ই বেড়ে যায়। অতিরিক্ত খরচ এই সময়ে অনেকে করে থাকেন বলে জানা যায়। একইসঙ্গে নিষ্প্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা বাড়ে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
সূত্র: ফ্যাশন ইজ সাইকোলজি