বিউটি বক্স
এলিজাবেথ আরডেনের অ্যাডভান্স সিরামাইড ক্যাপসুল
অ্যান্টি এজিং প্রসাধনের এখন দারুণ চাহিদা। মার্কিন বিউটি ব্র্যান্ড এলিজাবেথ আরডেন সেই ধারার সঙ্গে মিল রেখে বাজারে এনেছে অ্যান্টি এজিং সল্যুশন; যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, তাই সজীবতা প্রকাশিত হয়। আবার বলিরেখা কমাতেও ভূমিকা রাখে। ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে সহায়তা করে। সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে, তবে শুষ্ক ত্বকে বিশেষভাবে উপকারী। কোনো সুগন্ধির উপস্থিতি নেই। কেনা যাবে ৮ হাজার ৩০০ টাকায়।
ববি ব্রাউনের ভিটামিন ই আই বেইস
চোখের যত্নে বিশেষ ক্রিম বাজারে এনেছে ববি ব্রাউন। এটি একই সঙ্গে অল-ইন-ওয়ান আন্ডার আই ক্রিম এবং প্রাইমার হিসেবে কাজ করে। চোখের ত্বক তুলনামূলক সংবেদনশীল হওয়ায় বিশেষ যত্নের প্রয়োজন হয়। ববি ব্রাউনের এই ক্রিম চোখের চারদিকের ত্বকের হায়ালুরনিক অ্যাসিড এবং শিয়া বাটার চোখের নিচের ত্বককে কোমল ও মসৃণ রাখে। ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি আছে এতে, সঙ্গে ভিটামিন সি, এ এবং ই ত্বককে উজ্জ্বল করে। বলিরেখা কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে সুরক্ষা নিশ্চিত করে। চোখের নিচের ফোলাভাব কমাতে সহায়তা করে, ফলে চোখ আরও সতেজ দেখায়। আবার এর হালকা টেক্সচার কনসিলার ও কারেক্টরের জন্য মসৃণ বেইস তৈরি করে। ফলে আই মেকআপ দীর্ঘক্ষণ টিকে থাকে। খরচ হবে ৯ হাজার ৫০০ টাকা।
ব্রিওজিও-এর সুপার ফুড হেয়ার কেয়ার
অ্যাভোক্যাডো আর কিউয়ি—এই দুই-ই সুপার ফুড। স্বাস্থ্যসচেতনদের কাছে জনপ্রিয়। আমেরিকান হেয়ার কেয়ার ব্র্যান্ড ব্রিওজিও এবার এই দুই ফল ব্যবহারে তৈরি করেছে হেয়ার কেয়ার প্রোডাক্ট। অ্যাভোকাডো অয়েলের উপস্থিতি চুলের আর্দ্রতা নিশ্চিত এবং মসৃণ ও উজ্জ্বল করে। আর কিউই এক্সট্র্যাক্ট উচ্চ মাত্রার ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে সুরক্ষা দেয়। স্প্রে ফর্মুলার, তাই ব্যবহারে সহজ। চুলের জট খুলতে সাহায্য করে। আবার সূর্যের আলোর ক্ষতিকর দিক থেকেও সুরক্ষা দেয়। আলট্রা ভায়োলেট রে সরাসরি তাই চুল অবধি পৌঁছে ক্ষতি করতে পারে না। মূল্য ৪ হাজার ১০০ টাকা।
রেয়ার বিউটির কাইন্ড ওয়ার্ডস
পিগমেন্ট রিচ লিপস্টিক বাজারে এনেছে সেলেনা গোমেজের বিউটি ব্র্যান্ড। ম্যাট ফিনিশ। টেক্সচার বাটারি। ঠোঁটে মাখনের মতো মিশে থাকবে। ভারী পরত না ফেলে। ঠোঁট শুষ্ক হয় না, আর্দ্রতা ঠিক থাকে। দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। ডারমাটোলজিস্ট থেকে পরীক্ষিত। যেকোনো ধরনের ত্বকেই মানিয়ে যায়। এমনকি সংবেদনশীল ত্বকেও। মোট ১১টি শেডে বাজারে এসেছে। তাই চাহিদা অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ আছে। টিকে থাকার ক্ষমতাও বেশ। প্যারাবেন ফ্রি। ভেগান পণ্য। দাম প্রায় ৩ হাজার টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
