skip to Main Content
ঢাকায় টেকনোর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর

শুক্রবার (৩০ মে ২০২৫) রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন করলো টেকনো। এই ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশে ব্র্যান্ডটির যাত্রায় একটি বড় মাইলফলক। এই স্টোরে গ্রাহকেরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবেন। এই আয়োজনে সম্প্রতি উন্মোচিত হওয়া ক্যামন ৪০ সিরিজের সাফল্য উদযাপন করা হয়।

ফ্ল্যাগশিপ স্টোরটি এই অঞ্চলের ব্যবহারকারীদের জন্য স্মার্ট ইনোভেশন নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। ২ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্টোরে গ্রাহকেরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই-সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু ইনোভেটিভ প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং জি১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা(গ্লাস), ডায়নামিক ১, স্মার্টওয়াচ এবং বিস্তৃত পরিসরের, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইসসহ অন্যান্য ইনোভেটিভ এআইওটি প্রোডাক্ট এক্সপেরিয়েন্স করার সুযোগ।

এই জমকালো লঞ্চ ইভেন্টের থিম ছিল ‘দ্য এরা অব টেকনো এআই’। অনুষ্ঠানে প্রযুক্তিপ্রেমী, ইন্ড্রাস্টির স্টেকহোল্ডার এবং পরিচিত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন; অংশগ্রহণ করেন মিনার আহমেদ, জেফার, হাবিব ওয়াহিদ ও মাশার মতো জনপ্রিয় শিল্পীরা। উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফরম্যান্সের পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে একটি স্টাইলিশ এআই লাইফস্টাইল ফ্যাশন শো আয়োজন করা হয়। আরও উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা।

আয়োজনের আরও একটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। উপস্থিত অতিথিরা এই সিরিজের বিভিন্ন ফিচার উপভোগ করেন। সিরিজটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার। ইভেন্টটি অনুরাগী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য রিয়েল টাইমে এই সিরিজের বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করে।

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘এই ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল স্পেস নয়; বরং এটি এমন এক জায়গা, যেখানে গ্রাহকেরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এ ছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।’

উদ্বোধন উপলক্ষে টেকনো ৩০ মে থেকে ৪ জুন ২০২৫ পর্যন্ত এক্সক্লুসিভ ইন-স্টোর অফার ঘোষণা করেছে। এ সময়কালে গ্রাহকেরা স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট গ্যাজেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট ও বিভিন্ন অফার পাবেন।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে, এআই ইন্টিগ্রেটেড কনজিউমার টেকনোলজি খাতে আরও একধাপ এগিয়ে গেল টেকনো। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল ল্যান্ডস্কেপে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে ব্র্যান্ডটি। সেন্টারপয়েন্টে অবস্থিত স্টোরটি সবার জন্য প্রযুক্তিকে আরও এক্সেসেবল এবং মডার্ন লাইফস্টাইলের সঙ্গে আরও প্রাসঙ্গিক করে তুলবে, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের।

উত্তরা সেন্টারপয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর এখন প্রতিদিন খোলা। এখানে এসে ভিজিটররা ব্র্যান্ডটির স্মার্ট লাইফস্টাইল প্রডাক্ট ও দুর্দান্ত রিটেইল এক্সপেরিয়েন্স উপভোগ করার সুযোগ পাবেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টেকনো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top