হোন্ডা গাড়ির লাইনআপের নতুন সংযোজন হোন্ডা সিটি ই:এইচইভি (e:HEV) এখন বাংলাদেশে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হোন্ডা শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশিদ ও ফারহান সামাদ এবং প্রধান অতিথি নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে গাড়িটির ওপর একটি উপস্থাপনা এবং অতিথিদের জন্য একটি সিম-রেসার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীরা বিভিন্ন পুরস্কার পান।

আরেকটি হাইব্রিড গাড়ির উদ্বোধন পরিবেশের প্রতি এবং সরকারের পরিবেশবান্ধব গ্রিন বাংলাদেশের পরিকল্পনার প্রতি ডিএইচএসের অঙ্গীকারকে আরও জোরদার করে। আকর্ষণীয় নতুন হোন্ডা সিটি e:HEV এখন তেজগাঁওয়ের হোন্ডা শোরুমে পাওয়া যাচ্ছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সৌজন্যে

