skip to Main Content
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫

শনিবার (১২ জুলাই ২০২৫) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে ৬০টি টেকসই উদ্যোগকে ভিন্ন ভিন্ন ২২টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আকিজ বশির গ্রুপের পরিবেশনায় এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৩৫টি বিজয়ী, ২৪টি অনারেবল মেনশন ব্র্যান্ড এবং একটি একক বিজেতাকে দেওয়া হয় এই সম্মাননা। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এই সম্মাননার মূল লক্ষ্য টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তৃতীয় সংস্করণের ঘোষণার পর হতেই এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫ ব্যাপক সাড়া ফেলে। এ বছর ৫০০ জনেরও অধিক অতিথির উপস্থিতিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

চলতি বছর ২২টি ক্যাটাগরিতে মনোনয়ন গ্রহণ করা হয়। ২৬ মে থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত চলা রেজিস্ট্রেশন সময়কালে মোট ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। ৮টি গ্র্যান্ড জুরি প্যানেলে ২৭ জন ক্যাটাগরি বিশেষজ্ঞ একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী উদ্যোগগুলোকে বাছাই করেন।

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫-এ উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড বিজয়ী হয়েছে এসডিজি ৮– ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ক্যাটাগরিতে, তাদের ‘শক্তি দই কাপ রিসাইক্লিং প্রকল্প’-এর জন্য। বগুড়াভিত্তিক এই প্রকল্পে, ব্যবহৃত শক্তি দইয়ের কাপ ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে বছরে প্রায় ১ কোটি ৩০ লাখ পুনর্ব্যবহারযোগ্য ফুড-গ্রেড চামচ তৈরি এবং তা প্রতিটি শক্তি দইয়ের সঙ্গে সারা দেশে বিতরণ করা হয়। এই প্রকল্পের প্রায় ৭০% কর্মীই গ্রামীণ দরিদ্র পরিবার থেকে আসা নারী, যাদেরকে নিরাপদ পরিবেশে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয় । এই প্রকল্পে কাজ করে গ্রামীণ নারীরা নিয়মিত আয়ের পাশাপাশি পরিবার ও সমাজে নিজেদের অধিকতর মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে গেছেন।

আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আমরা এখন এমন এক সময়ের মধ্যে আছি, যেখানে ব্র্যান্ডগুলোকে শুধু প্রতিশ্রুতিতে নয়, কাজের মাধ্যমেই নেতৃত্ব দেখাতে হবে। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস সেইসব ব্র্যান্ডকে স্বীকৃতি দেয়, যারা শুধুই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছে না, বরং বাস্তব ও মাপযোগ্য পরিবর্তন ঘটাচ্ছে। এইসকল ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছে, বাংলাদেশে দায়িত্বশীল ব্যবসা আসলে কেমন হওয়া উচিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সাহসী পদক্ষেপকে উৎসাহ দিতে চাই, পরিবর্তন আনার শক্তিশালী ধারণাগুলো ছড়িয়ে দিতে চাই, এবং এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই যেখানে টেকসইতা হবে নিয়ম; ব্যতিক্রম নয়।’

এই গালা আয়োজনের পূর্বে অনুষ্ঠিত হয় সাসটেইনাবিলিটি সামিট ২০২৫। দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে দেশের ব্যবসায়িক খাত এবং উদ্ভাবনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

তিনটি কী-নোট সেশন, ৩টি প্যানেল আলোচনা, ২টি ইনসাইট সেশন ও একটি কেস স্টাডির সমন্বয়ে সাজানো এই আয়োজনে প্রাধান্য পায় দেশের অভ্যন্তরে পরিচালিত ব্র্যান্ড এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে যথাযথ পরিকল্পনা ও নীতিগত কৌশলের অবলম্বন করে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিক রাখতে সক্ষম হয়, তার রূপরেখা প্রণয়নে।

সাসটেইনাবিলিটি সামিট ও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫ যৌথ উদ্যোগ আকিজ বশির গ্রুপের পরিবেশনা এবং এসএমসি্ এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত হয়েছে। আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। হসপিটালিটি পার্টনার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা; পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস। সামিট ও অ্যাওয়ার্ডের আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ। সাসটেইনাবিলিটি সামিট ও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫ বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top