ফ্রেশ প্রিমিয়াম টি-এর আয়োজনে প্রথমবারের মতো শুরু হলো পজিটিভিটি। ৮ ফেব্রুয়ারি ঢাকার বনানীতে অবস্থিত যাত্রাবিরতিতে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনের প্রথম সেশন। লেখক কিংকর আহসান কথা বলেন পজিটিভ চিন্তাধারা তার জীবনে এবং কাজে কীভাবে প্রভাব ফেলে। পজিটিভ চিন্তাধারার মাধ্যমে ভয় আর নেতিবাচকতা কাটিয়ে ভাবনার দুয়ার খুলে দিয়ে ভালো কাজের জন্য সবাইকে উৎসাহিত করাই এই পজিটিভিটি প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য। সাহিত্য, সংগীত, স্টার্টআপ এবং ভ্রমণ, এই চারটি বিষয় নিয়েই সাজানো হয়েছে এবারের পজিটিভিটি আয়োজনটি।
ফ্রেশ প্রিমিয়াম টি-এর আয়োজিত এই পজিটিভিটি প্ল্যাটফর্মের আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে আগামী ১৫, ২২ এবং ২৯ ফেব্রুয়ারি; যেখানে উপস্থিত থাকবেন শারমিন সুলতানা সুমি, লিড ভোকালিস্ট, চিরকুট; ওয়াইজ রহিম, ফাউন্ডার ও সিইও, ডেলিগ্রাম এবং সাবিরা মেহরিন সাবা ফাউন্ডার, ওউন্ডার ওম্যান। তারা শেয়ার করবেন তাদের জীবনের লড়াইয়ের গল্পগুলোকে আর কীভাবে পজিটিভ থেকে তারা প্রতিনিয়ত নতুন বিস্ময়ের সৃষ্টি করছেন। চাইলেই যুক্ত হওইয়া যাবে এই আয়োজনের সাথে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: http://bit.ly/freshteapositivitea