সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে তারা মাঝেমধ্যেই যুক্ত করে কিছু কিছু নতুন অ্যাপ। আবার বাদও যায়। এমন পরিবর্তনের খেলা নিয়েই এগিয়ে চলছে সবচেয়ে জনপ্রিয় এ গণমাধ্যমটি। এবার ফেসবুকে সংযুক্ত তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। বন্ধ করার কারণ হচ্ছে, ওই অ্যাপ তিনটি জনপ্রিয়তা পায়নি। অ্যাপ তিনটি হচ্ছে হ্যালো, মুভস ও টিবিএইচ। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, আগামী তিন মাসের মধ্যে অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে।
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কন্টাক্ট অ্যাপের নাম হচ্ছে ‘হ্যালো’। আর ‘মুভস’ হচ্ছে ফিটনেস অ্যাপ। টিবিএইচ হচ্ছে সামাজিক যোগাযোগের একটি অ্যাপ। অ্যাপ তিনটি বাদ দেওয়ার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সাইটের আরও কিছু অ্যাপ আছে, যেগুলো এ তিনটি অ্যাপের তুলনায় বেশি ব্যবহার হয়ে থাকে। তাই এ তিনটি অ্যাপ বাতিল করা হচ্ছে।
ফিটনেস অ্যাপ মুভস চালু হয়েছিল ২০১৪ সালে। গ্রাহকের দৈনন্দিন শারীরিক কার্যক্রমের রেকর্ড রাখা হতো এ অ্যাপে। ২০১৫ সালে ব্রাজিল, আমেরিকা ও নাইজেরিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘হ্যালো’ অ্যাপটি তৈরি করা হয়েছিল।
ফেসবুক পণ্য ব্যবস্থাপক নিকিতা বিয়ের ‘টিবিএইচ’ অ্যাপটির সহপ্রতিষ্ঠাতা। ‘টু বি অনেস্ট’ কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিবিএইচ। তিনটি অ্যাপের মধ্যে এটিই সবার আগে বন্ধ করা হবে বলে জানা গেছে।